টিভি উপস্থাপক এখন ফুটপাতের খাবার বিক্রেতা
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের সংঘাতের অবসান ঘটেছে। তালেবান আফগানিস্তান শাসনের ক্ষমতা পেলেও এখনও তাদের মেলেনি আন্তর্জাতিক কোনো স্বীকৃতি। ফলে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দেশটিতে শান্তি ফিরবে। যদিও সে আশায় গুড়েবালি।
চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এবার আফগান এক টেলিভিশন উপস্থাপকের ফুটপাতে খাবার বিক্রির দৃশ্য দেশটির দুর্দশার চিত্রকে আরও স্পষ্ট করে দিয়েছে।
কবীর হাকমল নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে ওই সাংবাদিকের দুটি ছবি দেওয়া হয়। একটি তালেবানের ক্ষমতায় আসার আগে। আর, দ্বিতীয়টি তালেবানশাসিত আফগানিস্তানের বর্তমান সময়ের। মুসা মোহাম্মাদি নামের ওই উপস্থাপকের ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। খবর জিও নিউজ ও এনডিটিভির।
ওই পোস্ট থেকে জানা যায়, তালেবানের অধীনে আফগানিস্তানে সাংবাদিকেরা কেমন জীবনযাপন করছেন। মুসা মোহাম্মাদি বছরের পর বছর বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপক ও রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তাঁর পরিবারকে খাওয়ানোর জন্য কোনো আয় নেই। অর্থ উপার্জনের জন্য রাস্তার পাশে বসে খাবার বিক্রি করছেন তিনি।