টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ ডোনাল্ড ট্রাম্প

Looks like you've blocked notifications!
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ জন্য গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে আবেদন করেন ট্রাম্প। যদিও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ। খবর সিএনএন ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই তাণ্ডবে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন।

প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসরণকারী ছিলেন। তবে ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়, নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্প। আবেদনে টুইটারের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি হিসেবে তালেবানের প্রসঙ্গ টেনেছেন তিনি।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, টুইটার কর্তৃপক্ষ তালেবানকে আফগানিস্তানজুড়ে তাদের বিজয়ের খবর নিয়ে নিয়মিত টুইট করতে দিয়েছে। অপর দিকে ‘বিভ্রান্তিকর তথ্য’ আখ্যা দিয়ে তার টুইটগুলো সরিয়ে ফেলা হয়।

উল্লেখ, চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। কংগ্রেসের যৌথ ওই অধিবেশনে সেদিন জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল।

একপর্যায়ে ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ও মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকেরা। হামলাকারীদের মধ্যে অনেকেই ছিল সশস্ত্র। এরপর ভেতরে ঢুকে সিনেট হলে রীতিমতো তাণ্ডব চালায় তারা।