ট্রাম্পকে নিয়ে লেখা বই : প্রথম দিনেই সাড়ে ৯ লাখ কপি বিক্রি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বহুল আলোচিত বইটি প্রকাশের প্রথম দিনেই বাজিমাত করেছে। বইটি লিখেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প।
‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’ শিরোনামের বইটি প্রথম দিনেই প্রায় সাড়ে ৯ লাখ কপি বিক্রি হয়েছে। বইটির প্রকাশক এই তথ্য জানিয়েছে। এটি ম্যারি ট্রাম্পের স্মৃতিকথা বিষয়ক বই।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটি প্রকাশ রোধ করতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। বইটির প্রকাশ বন্ধ করে দিতে ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প আলাতে পর্যন্ত গিয়েছিলেন। তার দাবি, ম্যারি ২০০১ সালে পারিবারিক গোপনীয় বিষয়গুলো প্রকাশ করবে না বলে যে চুক্তি করেছিল তা লঙ্ঘন করছে। কিন্তু সব বাধা পেরিয়ে ১৪ জুন প্রকাশ করা বাজারে আসার আগেই সবার দৃষ্টিকাড়ে বইটি।
বইটির লেখিকা মনোবিজ্ঞানী ম্যারি ট্রাম্পের বড় ভাই ফ্রেডের মেয়ে। এই বইয়ে ট্রাম্পের ঔদ্ধত্য ও অবহেলার অনেক অভিযোগ তুলেছেন তিনি। কিভাবে ট্রাম্প ‘নার্সিসিস্ট’ তথা আত্মঅহংকারী হয়ে ওঠেছেন তাও উল্লেখ করা হয়েছে।
বইটির প্রকাশনী প্রতিষ্ঠান সিমন ও শুস্টের এক বিবৃতিতে জানিয়েছে, আগের অর্ডার ও অডিও ও ডিজিটাল ভার্সনসহ মঙ্গলবার প্রথম দিনই ৯ লাখ ৫০ হাজার কপি বিক্রি হয়েছে, যা কম্পানির রেকর্ড।
প্রকাশনী প্রতিষ্ঠান সিমন ও শুস্টের আরো জানিয়েছে, তারা অনেক অর্ডার পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারেই বইটির বিক্রির সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়াতে পারে। কানাডা ও অস্ট্রেলিয়াতে আমাজনের বই বিক্রির তালিকায়ও শীর্ষে রয়েছে ম্যারির এই বই।