ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন জামাতা কুশনার
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও অনেক নাটকীয়তা শেষে এই ফল এলো। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
স্থানীয় সময় শনিবার বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যম দুটি বলছে, ব্যাটলগ্রাউন্ডখ্যাত পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জিতে যান জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২০টি। পপুলার ভোটে জয়ের ফলে এখানকার সব ভোট পেয়েছেন বাইডেন। আর এর মধ্য দিয়ে তিনি কাঙ্ক্ষিত ২৭০ ইলেকটোরাল ভোটের সংখ্যা ছাড়িয়ে যান।
এদিকে বাইডেন জিতে গেছেন তা মানতে রাজি নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে কিংবা তাঁদের প্রতিনিধির মধ্যে কোনো কথাও হয়নি বলে জানিয়েছে সিএনএন। তবে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জার্ড কুশনার নির্বাচনের ফল মেনে নিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। কুশনার ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী। ইভানকা ও কুশনার দুজনই ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। করোনার কারণে এর আগে থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরু করেন আমেরিকানরা। কাঙ্ক্ষিত ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশি পেয়ে বিজয়ীর ভাষণও দিয়ে ফেলেছেন বাইডেন। এদিকে ট্রাম্প এ পরাজয়কে চ্যালেঞ্জ জানাতে আইনি লড়াইয়ে নামছেন।