ট্রাম্পের অভিশংসন : বিচারক হিসেবে শপথ নিলেন সিনেটররা
মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আগামী মঙ্গলবার শুরু হতে যাচ্ছে নিম্নকক্ষে অভিশংসিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার প্রক্রিয়া। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের প্রত্যেকেই। এই বিচার প্রক্রিয়ায় জুরির দায়িত্ব পালন করবেন ১০০ সিনেটরের সবাই।
‘নিরপেক্ষভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান’ জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ গ্রহণ করেন সিনেটররা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে অভিশংসিত হন ট্রাম্প। এখন আগামী কয়েক সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের সদস্যরা সিদ্ধান্ত নেবেন, ট্রাম্পকে ওই দুই অভিযোগে ক্ষমতাচ্যুত করা হবে কিনা।
গতকাল বৃহস্পতিবার সিনেটে অধিবেশনে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ দুটি পড়ে শোনানোর পর সিনেটররা শপথ গ্রহণ করেন। এরপর সিনেটের রিপাবলিকান দলীয় নেতা মিচ ম্যাকোনেল ঘোষণা করেন, ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হবে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়)।