ট্রাম্পের অভিশংসন শুনানিতে সিনেটরদের কেউ ঝিমাচ্ছিলেন, কেউ গেম খেলছিলেন!

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানিকালে সিনেটরদের কেউ কেউ ঝিমাচ্ছিলেন, কেউ আবার মত্ত ছিলেন মোবাইল ফোনের গেম নিয়ে। সিনেটে বিচারের সময় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে সিনেটরদের বিরুদ্ধে।
দীর্ঘ শুনানি চলাকালে সিনেটর জিম রিস ও জিম ইনহোফ তাঁদের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েন। এ ছাড়া ক্রসওয়ার্ড পাজলসহ কাগজের উড়োজাহাজ দেখা গেছে সিনেটরদের টেবিলে। রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন নিজের সিটে বসে বই পড়ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার শুনানিকালে ৯ ডেমোক্র্যাট সিনেটর এবং ২২ রিপাবলিকান সিনেটর বিভিন্ন সময় আসন ছেড়ে উঠে যান।
ক্ষমতার অপব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়ার জন্য ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়। বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন ট্রাম্প।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটির পর এবার উচ্চকক্ষে শুনানি শুরু হয়েছে। সিনেটররা এখানে বিচারকের ভূমিকায় রয়েছেন। শুনানি শেষে সিনেটে ভোটাভুটি হবে। তবে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ সিনেটের ভোটাভুটির ফল ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে না বলেই ধরে নেওয়া হচ্ছে। এ নিয়ে তাই অনেকটাই নির্ভার রয়েছেন ট্রাম্প।