ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলে হামলায় উসকানির অভিযোগ ‘ভয়াবহ মিথ্যা’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস ভবনে ক্যাপিটলে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগকে ‘ভয়াবহ মিথ্যা’ বলছেন তাঁর পক্ষের আইনজীবীরা। সিনেটে গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারকালে এমন দাবি করেন তাঁরা। এসময় তাঁরা নিজেদের দাবির পক্ষে তথ্যপ্রমাণও উপস্থাপন করেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আইনজীবী মাইকেল ভন ডার ভিন বলেন, সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ এবং ছিদ্রান্বেষণ।
মাইকেল ভ্যান ডের ভেন বলেন, ‘সিনেটের এই অভিশংসনের নিবন্ধটি রাজনৈতিক প্রতিহিংসামূলক ও অসাংবিধানিক।’ তিনি আরো বলেন, ‘গত চার বছরে বামপন্থিরা যে কয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনেছেন, তার মধ্যে এই অভিশংসনটি একাধারে সত্য, প্রমাণ এবং মার্কিন জনগণের স্বার্থপরিপন্থি।
সিনেটে গতকাল অভিশংসন বিচারকালে ডোনাল্ড ট্রাম্পের পক্ষের আইনজীবীরা অস্বীকার করেন যে, ট্রাম্প গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালানোর জন্য বিক্ষোভকারীদের প্ররোচিত করেছেন।
ট্রাম্পের পক্ষের আইনজীবীরা গতকাল তাঁদের জন্য বরাদ্দ করা ১৬ ঘণ্টা ব্যবহার না করে চার ঘণ্টার মধ্যে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
ট্রাম্পের আইনজীবীরা সিনেটরদের বলেন, সাবেক প্রেসিডেন্টের নির্বাচনের ফল নিয়ে বিতর্ক করার অধিকার রয়েছে। তাঁরা আরো বলেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার আগে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা কোনোমতেই সহিংসতা প্ররোচিত করার মতো নয়।
ভন ডার ভিন বলেন, ‘এটি ছিল সাধারণ রাজনৈতিক বক্তৃতা, যা শত শত বছর ধরে রাজনীতিকেরা করে আসছেন।’
বিচারকালে ট্রাম্পের আইনজীবীরা একটি দীর্ঘ ভিডিও দেখান। যেখানে দেখা যায়, কোনো প্রসঙ্গ ছাড়াই ‘ফাইট’ শব্দটি ব্যবহার করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারসহ ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতারা। ভিডিওটিতে ডেমোক্র্যাটদের এমন আইনবিদও রয়েছেন, যাঁরা এখন ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন পরিচালনা করছেন।
ট্রাম্পের আইনজীবীরা আগেই বলেছিলেন যে, তাঁরা একদিনের ভেতরেই তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি অভিশংসন বিচারের অধিবেশনে অংশ নেবেন না। এ কারণে ট্রাম্পের কোনো সাক্ষ্য ছাড়াই সাবেক প্রেসিডেন্টের আত্মপক্ষ সমর্থন করছেন আইনজীবীরা।