ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার লিহাই বিশ্ববিদ্যালয়ের
৩০ বছর আগে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি গত শুক্রবার প্রত্যাহার করে নেওয়া হয়। সে সময় ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণও দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সিএনএনের পক্ষ থেকে প্রশ্ন করা হলে এ বিষয়ে আর কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্টু এক টুইটে বলেন, ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে নেওয়া একটি ‘বড় ব্যাপার’।
টুইটে অধ্যাপক জেরেমি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, অ্যালামনাই ও স্টাফদের টানা পাঁচ বছর চাপ প্রয়োগের পর বোর্ড অব ট্রাস্টি অবশেষে ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করার সঠিক কাজটি করেছে।’