ইরানের সশস্ত্র বাহিনী

ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই

Looks like you've blocked notifications!
ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচার বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি। ছবি : সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ‘প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে পালাতে হবে।’ ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে’র খবরে এ কথা জানানো হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচার বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি গতকাল বুধবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির প্রতি ইঙ্গিত করে ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন, ‘আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার।’

ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করতেন আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করছেন ধূর্ত কৌশলের সঙ্গে। কাজেই আমাদেরকে যুক্তরাষ্ট্রের প্রতিটি আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

শেকারচি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকামী নীতির মোকাবিলায় আমাদের অবস্থান হচ্ছে, তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আর আমরা এই নীতি-অবস্থান থেকে কখনোই সরে আসব না।’