ট্রাম্প নাকি বাইডেন, কে জিতলেন চূড়ান্ত বিতর্কে?
দরজায় কড়া নাড়ছে ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণার শেষ দিকে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শিবির। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে দুই প্রার্থীর মধ্যে শেষ বিতর্কও অনুষ্ঠিত হয়ে গেল।
নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী দুটি টিভি বিতর্কে অংশ নেন ট্রাম্প ও বাইডেন। মুখোমুখি এ দুই বিতর্কে কে জিতেছেন আর কে হেরেছেন, এ নিয়ে বিভিন্ন জরিপে অংশ নেন দর্শকরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের জরিপের ভিত্তিতে জানায়, দ্বিতীয় ও শেষ বিতর্কে জয়লাভ করেছেন জো বাইডেন।
নির্বাচনের মাত্র ১২ দিন আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে দ্বিতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প ও বাইডেন। দর্শকদের মতামতের ভিত্তিতে সিএনএন পোল বলছে, চূড়ান্ত বিতর্কে ট্রাম্পের চেয়ে ভালো করেছেন বাইডেন।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমটির জরিপ অনুযায়ী, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন বলে মত দিয়েছেন ৫৩ শতাংশ দর্শক। অন্যদিকে ৩৯ শতাংশ দর্শকের মতে এই বিতর্কে জিতেছেন ট্রাম্প।
সিএনএন ছাড়াও আরো দুটি জরিপে দেখা গেছে, বিতর্কে বাইডেন জয়ী বলে মত দিয়েছেন দর্শকরা। ডেটা প্রোগ্রেস জরিপে ৫২ শতাংশ দর্শক মত দিয়েছেন বাইডেনের জয়ের পক্ষে। অন্যদিকে বিতর্কে ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন ৪১ শতাংশ দর্শক। আরেকটি জরিপ ইউএস পলিটিকস অনুযায়ী, ৫২ শতাংশ দর্শকের মতে বিতর্কে বাইডেন জয়ী। আর ট্রাম্পকে জয়ী মনে করছেন ৩৯ শতাংশ দর্শক।
রিপাবলিকান ও ডেমোক্র্যাটের দুই প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কেও বাইডেন জয়ী হয়েছিলেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে।