ট্রাম্প মেলালেন না হাত, ‘নোংরা’ ভাষণের কপি ছিঁড়ে ফেললেন স্পিকার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে নতুন বছরের প্রথম ভাষণ দেওয়ার পরপরই ওই ভাষণের লিখিত কপি ছিঁড়ে ফেলতে দেখা গেছে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে চলতি বছরের ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণ দেন ট্রাম্প।
প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট দ্বিকক্ষবিশিষ্ট কংগ্রেসের যৌথ সেশনে যে ভাষণ দেন, সেটি ‘স্টেট অব দি ইউনিয়ন’ নামে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ভাষণ দিতে এলে প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে তাঁর দিকে হাত বাড়িয়ে দেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার ন্যান্সি পেলোসি। কিন্তু ট্রাম্প ন্যান্সির সঙ্গে হাত না মিলিয়ে তাঁর হাতে ভাষণের একটি কপি তুলে দেন।
এদিকে টুইটারে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ভাষণের কপিটি ছিঁড়ে ফেলছেন ন্যান্সি পেলোসি। পরে এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্য কিছু করার চেয়ে এটাকেই (ছিঁড়ে ফেলা) ভদ্রতা দেখানো বলে মনে হয়েছে। নোংরা ভাষণ ছিল ওটা।’
কংগ্রেসের ভাষণে পরবর্তী মেয়াদে নির্বাচিত হলে আরো চার বছর কী পদক্ষেপ নেবেন, তা জানান ট্রাম্প।