ডিসেম্বরেই কানাডা পাচ্ছে ফাইজারের টিকা

Looks like you've blocked notifications!
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও তার অংশীদার জার্মানির জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ডিসেম্বরেই কানাডায় তাদের টিকার প্রথম চালান পাঠাবে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার এ কথা জানান। সিটিভিনিউজ এবং কানাডার সরকারি ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। এখন এ মাসেই ফাইজার দুই লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে।

প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে বলে জানান জাস্টিন ট্রুডো। টিকার আরো লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ফাইজার ও বায়োএনটেককে সাত কোটি ৬০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়ে রেখেছে কানাডা।

কানাডায় এ পর্যন্ত চার লাখ ২৩ হাজার ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১২ হাজার ৭৭৭ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানায়।