ডেমোক্র্যাট শাসিত শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়াচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শিকাগোসহ আরো দুটি ডেমোক্রেটিক দল শাসিত শহরকে টার্গেট করা হয়েছে। গতকাল বুধবার হোয়াইট হাউসে এ ঘোষণা দেন ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সম্প্রতি ওরিগনের পোর্টল্যান্ড শহরে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সরকারি বাহিনীর অভিযান ও ধরপাকড়ের পরই এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ডে জর্জরিত এলাকাগুলোতে আজ আমি আইনশৃঙ্খলা বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছি। আমরা আমাদের জনসাধারণকে সুরক্ষা দিতে, দেশের শিশুদের রক্ষা করতে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রতিদিন কাজ করব।’
এদিকে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে বড় হুমকি বলে মনে করা হচ্ছে। আমেরিকান সিভিল রিবার্টিজ ইউনিউয়নের পক্ষ থেকে এক টুইটবার্তায় বলা হয়েছে, ‘পোর্টল্যান্ড, শিকাগো এবং প্রয়োজনে অন্য যেকোনো এলাকায় ট্রাম্পের অনাচার থেকে আমরা আমাদের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করব।’
এর মধ্যেই ট্রাম্প বলেছিলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হলে সহিংসতার মাত্রা আরো বেড়ে যাবে।
ট্রাম্প আরো বলেন, ‘এই বিপজ্জনক রাজনীতিবিদদের দ্বারা ছড়িয়ে পড়া সহিংসতা রুখতে আমার প্রশাসন কাজ করবে।’
ট্রাম্পের এ ঘোষণার পর শিকাগোর মেয়র লরি লাইটফুট কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।
স্থানীয় পুলিশ বাহিনীর হাত শক্তিশালী করতে শহরে ফেডারেল এজেন্ট মোতায়েন হবে জানিয়ে লরি লাইটফুট বলেন, ‘আমরা সত্যিকারের অংশীদারত্বকে স্বাগত জানাই। কিন্তু, আমরা স্বৈরশাসনকে স্বাগত জানাই না।’
লরি লাইটফুট এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারিবার্তা দিয়ে বলেন, ফেডারেল কর্মকর্তারা যেন পোর্টল্যান্ডের কৌশল শিকাগোতেও প্রয়োগ করার চেষ্টা না করেন।