বিশ্ব পরিসংখ্যান দিবস

তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান জাতিসংঘ প্রধানের

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ ও সমর্থন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে এক বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্ব পরিসংখ্যান দিবসে আসুন, আমরা আমাদের সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকায় বিনিয়োগ এবং সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ হই।’

গুতেরেস আরো বলেন, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের জন্য পরিসংখ্যান মৌলিক ভূমিকা পালন করে। সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বর্তমান, নির্ভরযোগ্য, সময়োপযোগী এবং সঠিক তথ্য আমাদের পরিবর্তিত বিশ্বকে বুঝতে সাহায্য করে এবং কাউকে পেছনে না রেখে প্রয়োজনীয় পরিবর্তনগুলো এগিয়ে নিতে সহায়তা করে।’

করোনাভাইরাসজনিত মহামারি জীবন বাঁচাতে ও ভালোভাবে জীবন পরিচালনা করতে তথ্যের গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে, বলে জানান জাতিসংঘের প্রধান।

গুতেরেস বলেন, এই দিবসটি নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে কাজ করে যাওয়া পরিসংখ্যানবিদদের স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ।

এ ছাড়া জাতিসংঘের প্রধান বিশ্বব্যাপী সবাইকে তথ্যসমৃদ্ধ বিশ্ব পরিসংখ্যান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।