তাইওয়ানকে ছেড়ে চীনকে স্বীকৃতি হন্ডুরাসের
তাইওয়ানের সাথে সম্পর্ক ভেঙে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ল হন্ডুরাস। হন্ডুরাসের স্থানীয় সময় শনিবার (২৫ মার্চ) দেশটির পররাষ্ট্র দপ্তর চীনের সাথে নতুন সম্পর্কে নিয়ে এক বিবৃতি দেয়। এতে বলা হয় ‘হন্ডুরাস সরকার এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং দেশটির ক্ষমতাসীন সরকারই পুরো গণপ্রজাতন্ত্রী চীনকে প্রতিনিধিত্ব করে। ’ খবর সিএনএনের।
বিবৃতিতে তাইওয়ানকে চীনের অংশ বলেও উল্লেখ করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেয় মধ্য আমেরিকার দেশটি। এতে বলা হয়, ‘তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এই মুহূর্ত থেকে হন্ডুরাস সরকার তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করল।’
চীনকে উপেক্ষা করে বিশ্বের মাত্র যে ১৪টি দেশ তাইওয়ানকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল তাদের একটি হন্ডুরাস। এবার তারাও চীনের পক্ষ নিল। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বরাবরই। যদিও তাইওয়ান নিজেদেরকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবেই মনে করে।