তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শনে বাংলাদেশের রাষ্ট্রদূত

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশটির তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেছেন। গতকাল বুধবার তিনি এ পরিদর্শনে যান।
তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি মধ্যপ্রাচ্যের সফল একটি কৃষি খামার, যা প্রায় ৩৫০ বর্গ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এখানে প্রায় ৩০ লাখ বিভিন্ন ধরনের কৃষি ও ফলের গাছ রয়েছে। এখানে অনেক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন।
রাষ্ট্রদূত তাবুক কৃষি উন্নয়ন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জানান, বাংলাদেশ একটি কৃষি পণ্য উৎপাদনকারী রাষ্ট্র এবং কৃষি ক্ষেত্রে এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা সৌদি আরবের কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হতে পারে।
এ ছাড়া রাষ্ট্রদূত এই কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর নেন।
তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শনের সময় কনসাল জেনারেল মো. নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তা ও ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।