তামিলনাড়ুতে আতশবাজির দোকানে বিস্ফোরণে পাঁচজন নিহত

Looks like you've blocked notifications!
ভারতের তামিলনাড়ুর একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার শঙ্করাপুরম শহরে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার ঘটনার খবর পেয়েই শঙ্করাপুরম ও কাল্লাকুরিচির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে এর শব্দ বহুদূর পর্যন্ত শোনা গিয়েছিল এবং পুরো শহরে আলোড়ন সৃষ্টি হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দীপাবলিকে সামনে রেখে দোকানে আতশবাজি মজুদ করা হয়েছিল।

এক পুলিশ কর্মকর্তা ঘটনার বিষয়ে অবহিত করে বলেন, বিস্ফোরণে আহতদের কল্লাকুড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে তাদের স্বজনদের প্রত্যেকের জন্য পাঁচ লাখ রুপি এবং চিকিৎসাধীন আহতদের জন্য এক লাখ রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন।