তাড়াহুড়া করে লকডাউন শিথিলের পরিণাম হবে ভয়াবহ : বরিস জনসন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে আরোপ করা লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা বরিস জনসন বলেন, ‘লকডাউন একবারে বাদ দেওয়া সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে তা উঠিয়ে দেওয়া হবে করোনাভাইরাসের বিস্তারের প্রতি লক্ষ রেখে।’ তিনি বলেন, ‘তাড়াহুড়া করে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়ার পরিণাম হবে ভয়াবহ। যারা বাড়ি থেকে কাজ করতে পারছেন না, কেবল তাদেরই কর্মস্থলে যেতে উৎসাহিত করবে সরকার। যেমন : কলকারখানা ও নির্মাণ শ্রমিক।’
বরিস বলেন, ‘দ্বিতীয় ধাপে ১১ বছর বয়স পর্যন্ত শিশুরা স্কুলে ফিরতে পারবে এবং অতি জরুরি নয় এমন দোকানপাটও পুনরায় খুলে দেওয়া হবে। বড়দের স্কুল বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। জুলাই নাগাদ পর্যটন শিল্প এবং ভ্রমণের স্থানগুলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।’
নতুন চালু করা সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে সংক্রমণ হার খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বরিস বলেন, যদি সমস্যা দেখা দেয়, পরিকল্পনা থেকে পিছু হটতে তিনি দ্বিধা করবেন না।
এদিকে এ সময় যেসব বিমানযাত্রী যুক্তরাজ্যে ঢুকবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতে হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।
বরিস বলেন, এই পৈশাচিক অবস্থা থেকে উত্তোরণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নতি ঘটানো হবে। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতের ব্রিটেন আগের চেয়ে অনেক ভালো ও শক্তিশালী হবে।