তৃতীয় কন্যাসন্তানের বাবা হলেন জাকারবার্গ

Looks like you've blocked notifications!
মেয়ে অরেলিয়ার সঙ্গে জাকারবার্গ। ছবি: জাকারবার্গের ইনস্টাগ্রাম পোস্ট

আবারও কন্যাসন্তানের বাবা হলেন ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল শুক্রবার (২৪ মার্চ) ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিষয়টি জানান দেন জাকারবার্গ। খবর এনডিটিভির। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় একবাহুতে ভর দিয়ে অরেলিয়ার পাশে শুয়ে আছেন তিনি। মেয়েকে তাকিয়ে দেখছেন অপলক। তার চোখমুখে তৃপ্তির হাসি।

ছবির সঙ্গে শুভেচ্ছাও জানান মেয়েকে। লেখেন ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ। তুমি আমাদের ছোট্ট দারুণ আশীর্বাদ। ’

মা ড. প্রিসিলা চ্যানের সঙ্গে অরেলিয়ার আরো একটি ছবিও পোস্ট করেন জাকারবার্গ। সেখানে দেখা যায় শিশুটিকে বুকের খুব কাছে জড়িয়ে ধরে আছেন প্রিসিলা।

২০১৫ সালে এ  টেক জায়ান্ট ও তারকা দম্পতির প্রথম মেয়ে  ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়।  ২০১৭ সালে দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম হওয়ায় মাসের নামানুসারে মেয়েরও নাম রাখেন আগস্ট।   দীর্ঘদিন লিভইন করার পর ২০১২ সালে  বিয়ে করেন মার্ক ও প্রিসিলা।  হার্ভার্ডে পড়ার সময় ২০০৩ সালে এক পার্টিতে পরিচয় হয় মেধাবী উদ্ভাবক প্রকৌশলী জাকারবার্গ ও  চিকিৎসক প্রিসিলার।