‘থাই ম্যাসাজ’ স্থান পেল ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়

Looks like you've blocked notifications!

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিল থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ‘ম্যাসাজ’ বা অঙ্গমর্দন। থাই সংস্কৃতিমন্ত্রী ইত্থিফোল কুনপ্লোম গত শুক্রবার এ তথ্য জানান। থাইল্যান্ডের ‘খোন’ নাচের পর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পেল ‘থাই ম্যাসাজ’।

কলম্বিয়ার বোগোটায় ইউনেস্কোর ‘সেইফগার্ডিং ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ বা সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক কমিটির ১৪তম বৈঠকে ‘থাই ম্যাসাজ’কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

থাই সংস্কৃতিমন্ত্রী ইত্থিফোল কুনপ্লোম বলেন, ‘বৌদ্ধ শিক্ষাদীক্ষা ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রথাগত চিকিৎসাবিদ্যার অবিচ্ছেদ্য অংশ হলো এই থাই ম্যাসাজ।’

‘আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি পেল থাই প্রথাগত ম্যাসাজ,’ যোগ করেন থাই সংস্কৃতিমন্ত্রী।

ইত্থিফোল কুনপ্লোম আরো বলেন, ‘থাই প্রথাগত ম্যাসাজকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় থাই পর্যটন শিল্পও উপকৃত হলো।’