দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কিম জং উনের বোন

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়া যদি ‘শত্রুভাবাপন্ন নীতি’ থেকে সরে আসে, তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের অবসান চেয়ে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে কিম জং উনের বোন আলোচনায় বসতে চান বলে জানালেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে শুক্রবার জানানো হয়, কিমের বোন ইয়ো-জং দক্ষিণ কোরিয়ার শান্তি প্রতিষ্ঠার আহ্বানকে ‘প্রশংসনীয়’ বলে আখ্যায়িত করেছেন।

১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যকার সশস্ত্র লড়াই শেষ হয়। এই সংঘাতের মধ্য দিয়েই দুই পক্ষ আলাদা দুটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু, সে যুদ্ধের পর আর শান্তিচুক্তি করা হয়ে ওঠেনি।

ফলে দুটি দেশ এখনও অনানুষ্ঠানিক যুদ্ধের মধ্যে রয়েছে। এ কারণে মাঝে মধ্যেই দুটি দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উভয় দেশকে এবং দক্ষিণের মিত্র যুক্তরাষ্ট্র ও উত্তরের মিত্র চীনকে আনুষ্ঠানিক দ্বন্দ্ব সংঘাত বন্ধের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।