দক্ষিণ কোরিয়ায় কাল চীন-রাশিয়ার যৌথ মহড়া শুরু

Looks like you've blocked notifications!
চীনা কূটনৈতিক ওয়াং ইকের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) যৌথ মহড়া শুরু করবে চীন-রাশিয়া। এ মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানিয়েছে মস্কো। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে বাগবিতণ্ডায় জড়িয়েছে পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে বিশ্বপরাশক্তির দেশগুলোর উত্তেজনা বোঝা যায়।

গত সোমবার কিয়েভ সফরে যান বাইডেন। কিয়েভকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পরে পোল্যান্ড সফরে ইউক্রেনে আক্রমণ চালানোকে রাশিয়ার বড় ভুল আখ্যা করেন বাইডেন। এরপরেই পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার্ট চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। 

এ ছাড়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেন যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপান্তরিত করছে বলে অভিযোগ করেন পুতিন।

এদিকে, বৈঠকের জন্য মস্কো যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, এমন গুঞ্জন শোন যাচ্ছিল। তবে, সেই গুঞ্জনকে সত্যির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার তিনি বলেন, ‘শি জিন পিং রাশিয়ায় আসবেন। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল বলা হয়, চীনা অস্ত্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনকি, অস্ত্র সহায়তা দিলে একদিকে চীন-রাশিয়া ও অন্যদিকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো যুদ্ধ হবে। এমনকি, সংঘাত আরও বাড়বে।

এদিকে, মস্কো সফরে রয়েছেন চীনা কূটনৈতিক ওয়াং ইকে। ক্রেমলিনে তাঁকে স্বাগত জানিয়েছেন স্বয়ং পুতিন। দুদেশের মধ্যে বাণিজ্য দুই হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন পুতিন। রয়টার্স বলছে, রাশিয়ায় সৈন্য পাঠানোর বেশ কিছুদিন আগেই শি এর সঙ্গে সম্মুখ বৈঠক করেন পুতিন। এ সময় তারা অংশীদারিত্ব নিয়ে কথা বলেন, ‘যা পশ্চিমাদের ভাবিয়ে তোলে।’