দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ে জাহাজ দিখণ্ডিত, নিখোঁজ ২৭

Looks like you've blocked notifications!
দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শনিবার সকালে জাহাজ দিখণ্ডিত হয়ে যায়। ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজ দিখণ্ডিত হয়ে গেছে। জাহাজটির অন্তত তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত দুই ডজনের বেশি নাবিক নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের আঘাত হানার সময় জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল (২৯৬ কিলোমিটার) দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। ৩০ জন নাবিকের সবাই জাহাজটি থেকে সাগরে ঝাঁপ দেন। পরে এদের মধ্য থেকে তিনজনকে নিরাপদে আনতে পেরেছেন উদ্ধারকারীরা। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়।

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ধেয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হিবিস্কাস ফুলের থাই নাম অনুযায়ী ‘চাবা’ রাখা হয়েছে। আজ শনিবার সকালের দিকে চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে চাবা আঘাত হানে বলে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে।