দড়িতে মাখন ও কলা মাখাচ্ছেন পবন জল্লাদ, কাল ‘পুতুলের ফাঁসি’

Looks like you've blocked notifications!

ভারতের বহুল আলোচিত নির্ভয়ার দোষীদের ফাঁসির দড়িতে ঝুলতে আর বাকি মাত্র দুদিন। এরইমধ্যে তিহাড় কারাগারে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। পবন জল্লাদ দুদিন আগেই পৌঁছেছেন কারাগারে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার চার দোষীকে। কিন্তু আগামীকাল হবে ‘পুতুলের ফাঁসি’।

এর মানে হলো, চার আসামির সমান ওজনের পুতুল ফাঁসিতে ঝুলিয়ে পরীক্ষা করে দেখা হবে। এরইমধ্যে ফাঁসির দড়িতে মাখন ও কলা মাখানো শুরু করেছেন পবন জল্লাদ যাতে দড়ি নরম থাকে।

৫৪ বছর বয়সী পবন জল্লাদ আগেই জানিয়েছিলেন, নির্ভয়ার চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর কাজটা তাঁর কাছে সৌভাগ্যের। গোটা দেশ যে চারজনকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে দেখতে চায়, তিনিও তাদের শাস্তি দিতে চান।

পবন জল্লাদের দাদা ইন্দিরা গান্ধীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তাঁর মধ্য দিয়েই পবনের হাতেখড়ি। এরপর বহু বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত।

ফাঁসির মঞ্চ থেকে শুরু করে দড়ি, সবই পরীক্ষা করে দেখছেন পবন জল্লাদ। আর মাত্র দুদিন। পবন জল্লাদ এখন দারুণ ব্যস্ত ঐতিহাসিক রায়টি কার্যকর করার জন্য।