দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান যুদ্ধের হুমকির প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং স্থানীয় নির্বাচনে জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিলেন।
সাই ইং-ওয়েন গতকাল শনিবার সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত বক্তৃতায় তাঁর পদত্যাগের প্রস্তাব দেন। এ সময় তিনি তাঁর সমর্থকদের ধন্যবাদ জানান। খবর আল-জাজিরার।
‘আমাকে অবশ্যই এর সমস্ত দায়ভার কাঁধে নিতে হবে,’ বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা বিনীতভাবে এ ফলাফল গ্রহণ করছি এবং তাইওয়ানের জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করছি।’
সাই ইং-ওয়েন পার্টির সদর দপ্তরে সাংবাদিকদের বলেছেন, তিনি পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করেছেন। এর আগে ২০১৮ সালে খারাপ ফলাফলের পরেও এমনটা করেছিলেন তিনি।
সাই ইং-ওয়েন বলেন, ‘এটি এমন নয় যে ডিপিপি আগে কখনও ব্যর্থ হয়নি। তবে আমাদের দুঃখ করার সময় নেই। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা আবার উঠে দাঁড়াব।’
উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্ত সাই ইং-ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।