দাবানলে বন্যপ্রাণী বাঁচাতে আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার (ভিডিওসহ)
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের থাবায় চরম বিপদে রয়েছে সেখানকার বন্যপ্রাণিকুল। নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ এবার আগুনে দিশেহারা প্রাণীদের জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে ওপর থেকে খাবার ফেলা শুরু করেছে। এবিসি নিউজ ও সিএনএন এ খবর দিয়েছে।
গত সপ্তাহ থেকে রাজ্যটির জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সেবা অধিদপ্তর আকাশ থেকে আলু ও গাজর ফেলা শুরু করেছে। গণমাধ্যমগুলোতে একে খুবই দরকারি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলসের ক্যাপারট্রি ও ওয়াগন ভ্যালিসহ ইয়েঙ্গু জাতীয় উদ্যান, ক্যাঙারু ভ্যালি, জিনোলানের অক্সলি নদীতীরবর্তী বনাঞ্চল এবং কারানকাবান্ডি জাতীয় উদ্যানে এই খাবার ফেলা চলছে।
ক্যামেরায় দেখে দেখে প্রাণীদের আশপাশে গাজর-আলু ফেলা হচ্ছে। গতকাল নাগাদ দুই হাজার ২০০ কেজি সবজি নিচে ফেলা হয় বলে জানা যায়।
ছোট হেলিকপ্টারে করে প্রাণীদের খাবার দেওয়া হচ্ছে। হেলিকপ্টার ভাড়া করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহও করা হচ্ছে।
এদিকে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে এ জন্য দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গতকাল রোববার এবিসি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে আরো কিছু উদ্যোগ নিলে হয়তো দাবানল ভালোভাবে সামাল দেওয়া যেত।’
এর আগে গত মাসে দাবানলের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হাইতিতে অবকাশযাপন করতে গিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন মরিসন। এ জন্য ওই যাত্রাটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছিলেন তিনি।
গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৩ লাখ হেক্টর এলাকা। নষ্ট হয়েছে অসংখ্য জমিজমা, বন-জঙ্গল ও ঘরবাড়ি। তবে সব ছাপিয়ে যে বিষয়টি আতঙ্ক সৃষ্টি করেছে তা হলো, এই দাবানলে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫০ কোটির বেশি পশুপাখি ও সরীসৃপ মারা গেছে। এমনকি বেশ কয়েকটি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন পরিবেশবিদরা।