দিল্লির সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের মন খারাপ

Looks like you've blocked notifications!

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ হতাহতের ঘটনায় মনে কষ্ট পেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্তোনিও গুতেরেস দিল্লিতে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ও সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের বরাত দিয়ে স্টিফানি দুজারিক বলেন, ‘দিল্লিতে চলমান সহিংসতার জেরে নিহতের খবরে মনক্ষুণ্ণ হয়েছেন গুতেরেস। সহিংসতা বন্ধ ও সবাইকে সংযমী হতে বলেছেন তিনি।’

ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। দিল্লির দুই হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার সকালে নতুন করে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে ৩০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সিএএবিরোধী ও সমর্থকদের মধ্যে গত রোববার থেকে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।