দিল্লি জয় করেছে কেজরিওয়ালের ‘কাজের রাজনীতি’

Looks like you've blocked notifications!

দিল্লিতে বড় জয়ে তৃতীয়বার ক্ষমতায় আম আদমি পার্টি। জয়ের পর দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় বলেন, ‘দিলওয়ালে, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আপনাদের সবাইকে আমার ভালবাসা।’

আম আদমির প্রধান আরো বলেন, এই জয় নতুন ঘরানার রাজনীতি তৈরি করেছে যেটা হচ্ছে, ‘কাজের রাজনীতি’। একে ‘ভারত মাতার জয়’ বলেও সম্মোধন করেন। হনুমানজীকেও জয়ের কৃতিত্ব দেন কেজরিওয়াল।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার, হনুমানজীর দিন। দিল্লিকে আশির্বাদ দিয়েছেন হনুমানজী। হনুমানজীকে ধন্যবাদ।’

কেজরিওয়াল বলেন, ‘এই জয় আমার নয়। এটি দিল্লির জয়, সেই সব পরিবারের জয়, যারা আমাকে তাঁদের সন্তান হিসেবে দেখেছেন। যে পরিবারগুলো ২৪ ঘণ্টা জল, বিদ্যুৎ ও শিক্ষা পেয়েছেন। দিল্লির মানুষ আমাদের নতুন ধারার রাজনীতি দিয়েছে। আর সেটা হচ্ছে, কাজের রাজনীতি।’

এর আগে প্রচারে গিয়ে হনুমান চালিশা পাঠ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তখন বিজেপি অভিযোগ করেছিল, ভোটে জিততে হিন্দুত্বকে উসকে দিচ্ছেন অরবিন্দ কোজরিওয়াল।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লি নির্বাচনে প্রায় জয় নিশ্চিত আম আদমি পার্টি ৭০ আসনে মধ্যে ৬২টি আসনে জিততে চলেছে। বিজেপি আটটি এবং কংগ্রেস এবারেও কোনো আসন পায়নি।

জয়ের খবর আসতেই নীল-সাদা বেলুন নিয়ে উৎসবে মাতেন দলের নেতা-কর্মীরা। দিল্লিতে দলের সদর দপ্তরে হোলি খেলা শুরু হয়ে যায়। এ সময় তাঁরা স্লোগান দেন, ‘ভারত মাতা কি জয়।’