দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘নিভার’, একজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ঘূর্ণিঝড় নিভার। ছবি : রয়টার্স

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিভার’। রাত আড়াইটা নাগাদ ভারতের তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলে আঘাত হানে এটি। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মধ্যরাতে আঘাত হানার পর সকালের দিকে ঘূর্ণিঝড়টি দুর্বল হতে থাকে বলে জানা গেছে।

আম্ফানের তাণ্ডবে কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উপকূল তছনছ হয়ে গিয়েছিল। আম্ফানের মতোই পুদুচেরিতে আঘাত হানতে পারে নিভার এবং ঘূর্ণিঝড়ের দাপটে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলের বসতি, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। সে কারণে দুদিন আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল সাধারণ মানুষকে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে পুদুচেরি, কাড্ডালার ও চেন্নাইয়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি। ঝড়ের গতি পুরোপুরি না কমলে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় বলে জানা গেছে।

ব্যাপক প্রাণহানির আশঙ্কা নাকচ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।