দেখতে সুন্দর সমরাস্ত্র দুনিয়া শাসন করে না, ট্রাম্পকে ইরানের কটাক্ষ

Looks like you've blocked notifications!

দেখতে সুন্দর সমরাস্ত্র নয়, দুনিয়া শাসন করে মানুষ। ট্রাম্পের উদ্দেশে এভাবেই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ এই খবর জানিয়েছে।

নিজের টুইটার অ্যাকাউন্টে আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেন জাভেদ জারিফ। সাক্ষাৎকারটি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগেকার বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গত ৬ ও ৭ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ‘তেহরান ডায়ালগ ফোরাম’ (টিডিএফ) চলাকালে সিএনএনকে ওই সাক্ষাৎকার দিয়েছিলেন জারিফ।

টু‌ইটে জারিফ লেখেন, “(যুক্তরাষ্ট্রকে) যথাযথ সামরিক জবাব দেওয়ার আগে ‘হ্যাশট্যাগ টিডিএফ ২০২০’-এর সাইডলাইনে সিএনএনকে দেওয়া আমার সাক্ষাৎকার।”

ট্রাম্পকে টুইটে ট্যাগ করে জারিফ আরো লেখেন, ‘ট্রাম্প সবাইকে ধোঁকা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়েছেন।’

“‘সুন্দর সমরাস্ত্র’ দুনিয়া শাসন করে না,” যোগ করেন ট্রাম্প।

জারিফ আরো লেখেন, ‘আমাদের অঞ্চলের জনগণ চায় যুক্তরাষ্ট্র বিদায় হোক।’ 

এর আগে গত মঙ্গলবার জারিফ টিডিএফে দেওয়া ভাষণে বলেন, পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের দুষ্ট উপস্থিতির দিন শেষের শুরু হয়ে গেছে। 

গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমানঘাঁটিতে এবং পরে মধ্য ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলার সত্যতা স্বীকার করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি রেভল্যুশনারি গার্ডস বাহিনী দাবি করে, ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।