দেশবাসীকে ১০০ দিন মাস্ক পরতে বলবেন জো বাইডেন

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে প্রথম ১০০ দিন পর্যন্ত তিনি দেশবাসীকে মাস্ক পরতে বলবেন। নভেল করোনাভাইরাসে সংক্রমণের গতি রুখতে এমন সিদ্ধান্ত জো বাইডেনের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের সবাই মাস্ক পরে, তাহলে কোভিড-১৯ সংক্রমণের হার ‘উল্লেখযোগ্যভাবে কমে যাবে’।

সিএনএনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্ষমতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে মাস্ক পরা সংক্রান্ত নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন বাইডেন।

সিএনএনের সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, ‘(প্রেসিডেন্ট হিসেবে) কাজ শুরু করার প্রথম দিনই আমি জনগণকে ১০০ দিন মাস্ক পরতে বলব। অনন্তকালের জন্য নয়, কেবল ১০০ দিনের জন্য মাস্ক পরতে বলব। একশ দিন।’

জো বাইডেন আরো বলেন, ‘আমি মনে করি এটা (১০০ দিন মাস্ক পরা) করতে পারলে (করোনায় আক্রান্তের) সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

জো বাইডেন সিএনএনকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করলে সরকারি ভবনে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে চান তিনি।

বাইডেন বলেন, ‘সরকারি ভবনে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে—এমন একটি আদেশ জারি করতে যাচ্ছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ এবং দেশটিতে করোনায় মারা গেছে দুই লাখ ৭৫ হাজার মানুষ।