ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই ‘করোনাযোদ্ধা’ অটোচালক

Looks like you've blocked notifications!
ভোপালের ‘করোনাযোদ্ধা’ অটোচালক জাভেদ খান। ছবি : সংগৃহীত

ভারতে নভেল করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় মানবিক সহায়তার কারণে খবরের শিরোনামে এসেছিলেন দেশটির অনেক ব্যক্তি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিপদগ্রস্তদের অক্সিজেন, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধ পৌঁছে দিয়ে মানবিক গুণের পরিচয় দিয়েছিলেন তাঁরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভোপালের অটোচালক জাভেদ খান।

করোনা মহামারির মধ্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। এমনকি নিজের অটোরিকশাকে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে সংকটাপন্নদের হাসপাতালেও পৌঁছে দিয়েছিলেন জাভেদ।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সেই অটোচালক জাভেদ এবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ইন্ডিয়া টুডে ও ফার্স্ট পোস্টের।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অভিযুক্ত জাভেদের বাড়িতে এক দম্পতি ভাড়া থাকেন। অভিযোগ উঠেছে—জাভেদ মাঝেমধ্যেই ভাড়াটিয়া ওই নারীর ওপর শারীরিক নিপীড়ন চালাতেন। এরই মধ্যে ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে জাভেদ বাড়ি ঢুকে তাঁকে ধর্ষণ করেন।

এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই নারী। দায়ের করেন লিখিত অভিযোগ। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জাভেদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে শিগগিরই আদালতে তোলার কথা রয়েছে।

২০২১ সালের এপ্রিলে ভারতে করোনার ব্যাপক সংক্রমণের সময় দেশজুড়ে অক্সিজেনের অভাব দেখা দেয়। করোনার চেয়েও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল বহু মানুষের। সে সময় বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন জোগান দিয়েছিলেন অটোচালক জাভেদ।

এ সময় নিজের অটোরিকশাকে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করেছিলেন জাভেদ। আর, সেটিতে করে বহু মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি। এমন মহৎ কাজ করে ব্যাপক প্রশংসিত হন ভোপালের এ অটোচালক।