নগ্ন ভাস্কর্যে অন্তর্বাস পরানোয় ক্ষমা চাইল ইউনেস্কো

Looks like you've blocked notifications!
প্যারিসে ইউরোপীয় ঐতিহ্য দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ভাস্কর স্টিফেন সাইমনের ভাস্কর্যের ছবি তুলছেন দর্শকরা। ছবি : সিএনএন

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক প্রদর্শনীতে নগ্ন ভাস্কর্যে অন্তর্বাস পরানোর পর তোপের মুখে ক্ষমা চাইল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। গতকাল সোমবার সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে এ কথা জানায়।

এর আগে ফরাসি ভাস্কর স্টিফেন সাইমন জানান, তিনি যখন জানতে পারেন ইউরোপীয় ঐতিহ্য দিবস উপলক্ষে প্যারিসে আয়োজিত প্রদর্শনীতে তাঁর ভাস্কর্যগুলোকে অন্তর্বাস পরানো হয়েছে, তিনি বিস্মিত হন।

স্টিফেন সাইমন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, এ ঘটনার পর থেকে তিনি অপমানিত বোধ করছেন। তিনি বলেন, ‘আমি অনেক লজ্জিত যে আমার এত বছরের কাজ আর গবেষণা ভেস্তে গেছে।’

সাইমনের ‘ইন মেমোরি অব মি’ প্রদর্শনীতে তিনি গ্রিক ধাঁচে তৈরি নগ্ন ভাস্কর্যগুলোকে এমনভাবে প্রদর্শন করেন, যেখানে দেখা যায়, ভাস্কর্যগুলো সেলফি তুলছে।

এদিকে প্রদর্শনীতে ঘুরতে আসা দর্শক মনে করছেন, এ কাজ যেহেতু সাইমনের, তাই তিনিই অন্তর্বাসগুলো পরিয়েছেন।

সাইমন জানান, দুদিন থেকেই দর্শক তাঁর সঙ্গে দেখা করে প্রশ্ন করছেন, ‘আপনি কেন এ কাজ করলেন?’ ‘কিন্তু এ কাজ তো আমার নয়,’ বলেন সাইমন।

এরই মধ্যে ইউনেস্কোর এক মুখপাত্র ভাস্কর সাইমনের কাছে ক্ষমা চেয়ে জানান, এ কাজ ভুলবশত তাঁদের এক কর্মচারী করেছেন। তিনি বলেন, ‘আমরা সব সময় শিল্পীর স্বাধীনতার পক্ষে।’