নতুন করে করোনার সংক্রমণ, জাতীয় নির্বাচন পেছাল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে শুরু থেকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ তেমন বেশি না হলেও নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর। আজ সোমবার নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান আরডার্ন।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে লকডাউন আরোপ করা হয়। করোনার আক্রমণের ভয়াবহতার ভিত্তিতে চতুর্থ পর্যায়ের সতর্কতা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। রাজধানী অকল্যান্ডে ‘লেভেল থ্রি’ এবং সারা দেশে ‘লেভেল টু’ সতর্কতা জারি রয়েছে।
করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল নিউজিল্যান্ডের দলগুলো। সবার মতৈক্যে পিছিয়েই দেওয়া হলো ভোটের তারিখ।
জেসিন্ডা আরডার্ন বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।’
নিউজিল্যান্ডে নতুন করে ৯ জনের করোনা ধরা পড়েছে। এ পর্যন্ত এক হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন ২২ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৩১ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানায়।