নতুন বছরের শুরুতেই ভারতের হাতে আসছে ভ্যাকসিন : মোদি

Looks like you've blocked notifications!
ভারতের প্রধানমত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভারতের হাতে চলে আসছে করোনার ভ্যাকসিন। আর ভ্যাকসিন হাতে পাওয়ার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। এমনই আশ্বাস দিলেন ভারতের প্রধানমত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বুধবার স্থানীয় তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রের অনুমতির জন্য আবেদন করেছে। গুজরাটের রাজকোটে এক অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, ভারতে তৈরি ভ্যাকসিন পাবেন সাধারন মানুষ। করোনার আতঙ্ক এবার কেটে যাবে।

মোদি বলেন, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না বের হচ্ছে, ততক্ষণ করোনার কড়া বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন। এমনকি ভ্যাকসিন পাওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বুধবার এক বৈঠকে সিদ্ধান্ত নেয়, ভারতের কোনো একটি করোনার  ভ্যাকসিন জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে। তবে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। এদিকে আগামীকাল ফের এ নিয়ে বৈঠকে বসছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কমিটি।