নরওয়েতে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৪
নরওয়ের উত্তরাঞ্চলে ন্যাটো জোটের মহড়ায় অংশ নিয়ে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ উড়োজাহাজের চার জনই নিহত হয়েছেন। নরওয়ের জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে উত্তর নরওয়ের বোদো এলাকায় বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে অংশ নেওয়া হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করতে বেশ অসুবিধা হয়। শনিবার সকালে বিধ্বস্তের ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত চারজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
উড়োজাহাজটি উড়তে বা মাটিতে নামতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। উলম্বভাবে উড্ডয়ন-অবতরণ করতে সক্ষম এটি। এর ফলে এটি বিভিন্ন ধরনের ভূমিতে নামতে সক্ষম। সামরিক মহড়ায় ন্যাটোর ২৭টি দেশের ৩০ হাজারের মতো সামরিক সদস্য অংশ নিয়েছে।