নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কলম ধরলেন কবি শঙ্খ ঘোষ

Looks like you've blocked notifications!
কবি শঙ্খ ঘোষ। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবারে কলম ধরলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। তিনি ‘মাটি’ নামে একটি কবিতা লিখে এবার এই বিলের বিরুদ্ধে সোচ্চার হলেন। কবিতাটি পাঠকের জন্য রইল-

মাটি

শঙ্খ ঘোষ

আমারই হাতের স্নেহে ফুটেছিল এই গন্ধরাজ

যে-‌কোনো ঘাসের গায়ে আমারই পায়ের স্মৃতি ছিল

আমারই তো পাশে পাশে জেগেছিল অজয়ের জল

আবারও সে নেমে গেছে আমারই চোখের ছোঁয়া নিয়ে

কোণে পড়ে-‌থাকা ওই দালানে দুপুরে ভাঙা থামে

আমারই নিঃশ্বাস থেকে কবুতর তুলেছিল স্বর

শালবন-‌পেরনো এ খোলা মাঠে মহফিল শেষে

নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ।

তোমাদের পায়ে পায়ে আমারও জড়ানো ছিল পা

তোমরা জানোনি তাকে, ফিরেও চাওনি তার দিকে

দুধারে তাকিয়ে দেখো, ভেঙে আছে সবগুলি সাঁকো

কোনখানে যাব আর যদি আজ চলে যেতে বলো।

গোধূলিরঙিন মাচা, ও পাড়ায় উঠেছে আজান

এ-‌দাওয়ায় বসে ভাবি দুনিয়া আমার মেহমান।

এখনও পরীক্ষা চায় আগুনসমাজ

এ-‌মাটি আমারও মাটি সেকথা সবার সামনে কীভাবে প্রমাণ করব আজ।

গত বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয়। এরপর থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিক্ষোভ বেড়েই চলছে। এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লিসহ আরো বেশ কয়েকটি রাজ্যে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও।

ভারতের আসাম ও মেঘালয়সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। বিশেষ প্রয়োজন ছাড়া ভারতের এ সব অঞ্চলে দেশ দুটির নাগরিকদের পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।