নারীবাদ নিয়ে অনুষ্ঠানে আলোচক সবাই পুরুষ, সমালোচনার ঝড়

Looks like you've blocked notifications!

পাকিস্তানের করাচিতে নারীবাদ নিয়ে এক অনুষ্ঠানের আলোচকদের সবাই পুরুষ হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। করাচিতে আজ শুক্রবার আর্টস কাউন্সিল অব পাকিস্তানের ওই অনুষ্ঠানে পরে দুজন নারী আলোচক যুক্ত করা হয়েছে।

চাপের মুখে পড়ে অনুষ্ঠানের শিরোনামেও পরিবর্তন আনা হয়েছে। প্রথমে বিষয় ছিল ‘ফেমিনিজম : দি আদার পারস্পেকটিভ’। পরে বিষয় লেখা হয়েছে ‘আন্ডারস্ট্যান্ডিং ফেমিনিজম’। আলোচকদের বক্তব্য হচ্ছে, নারীবাদ নিয়ে মতামত ব্যক্ত করার কথা ছিল নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন পুরুষের।

তবে পোস্টারে একজন নারীর নাম রয়েছে। তা একদম নিচে, সঞ্চালক উজমা আল-করিমের নাম। সংশোধিত পোস্টারে নারী অধিকারকর্মী মেহতাব আকবর রাশদি ও সাংবাদিক কাটরিনা হোসাইনের নাম ঢুকেছে। সঞ্চালক উজমা আল-করিমের নাম আরো উজ্জ্বল করে লেখা হয়েছে।

অনুষ্ঠানের আলোচক প্যানেলে থাকা লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের সমাজবিজ্ঞানের অধ্যাপক নিদা কিরমানি বিবিসিকে বলেন, ‘এটা তেমন বড় কোনো বিষয় নয়। লোকজনের অভিযোগের ভিত্তিতে আয়োজকরা কিছু পরিবর্তনও এনেছেন। তা ছাড়া আমি তো সেখানে আমন্ত্রিত অতিথি মাত্র।’