নারী দিবসের র্যালি, চিলি-তুরস্ক-পাকিস্তানে সংঘর্ষ
আন্তর্জাতিক নারী দিবসের বিক্ষোভ মিছিলে চিলি ও তুরস্কে সংঘর্ষ হয়েছে। আর পাকিস্তানে নারীদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়া হয়েছে। গতকাল রোববার নারীদের সমঅধিকার এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে দেশে দেশে নারীদের বিক্ষোভে কাঁদানে গ্যাসের সেল ও গরমপানি নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রোববার চিলির সান্তিয়াগোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে এবং তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত ইস্তিকলাল সড়কে বিক্ষোভ করেন নারীরা। তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এতে দুই দেশেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
চিলির পুলিশ জানায়, রোববারের বিক্ষোভে সান্তিয়াগোতেই অন্তত এক লাখ ৪০ হাজার নারী অংশ নেন। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আরো ৪০ হাজারের মতো নারী বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশে অংশ নেন। চিলিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে পাথর ছোড়েন নারীরা।
পাকিস্তানের বেশ কিছু শহরে ছোট ছোট করে বিক্ষোভ করেন নারীরা। তাঁরাও বাধার সম্মুখীন হন। ইসলামাবাদে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নারীদের ধাওয়া করে পুলিশ। এদিকে দেশটিতে নারী অধিকার দিবসে পৃথক র্যালি করেছে দেশটির কট্টরপন্থী ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।
এ ছাড়া রোববার কিরগিজস্তানেও প্রায় ৫০ নারী বিক্ষোভকারীকে আটক করে সে দেশের পুলিশ। এদিন যুক্তরাজ্যের এডিনবরায় আন্তর্জাতিক নারী দিবসের র্যালিতে অংশ নেন পাঁচ শতাধিক নারী।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসব দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সসহ পৃথিবীর প্রায় সব দেশেই বিক্ষোভ ও র্যালি হয়ে থাকে। যেসব দেশের সরকার নারী অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট নয়, সেখানে নারীর অধিকারের পক্ষে রাস্তায় নামলে তাদের ওপর চলে দমনপীড়ন।