নিউইয়র্কের চিড়িয়াখানায় ৮ বাঘ-সিংহ করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত ব্রনক্স চিড়িয়াখানার আরো সাতটি বাঘ-সিংহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে চলতি মাসেই ওই চিড়িয়াখানার এক বাঘিনী করোনায় আক্রান্ত হয়েছিল। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি জানিয়েছিল, ব্রনক্স চিড়িয়াখানার চার বছর বয়সী নাদিয়া নামে একটি মালয় বাঘ করোনায় আক্রান্ত হয়েছে। সে সময় বলা হয়েছিল, আরো তিনটি বাঘ ও তিনটি সিংহের মধ্যেও করোনার উপসর্গ দেখা দিয়েছে। ওই ছয়টি বিড়াল গোত্রীয় প্রাণীরও করোনা পরীক্ষায় রোগ শনাক্ত হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীগুলো কাশির সমস্যায় ভুগছিল।
এ ছাড়া চিড়িয়াখানার আরো একটি বাঘের করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। ওই বাঘটির মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন কর্মীর মাধ্যমে প্রাণীগুলো করোনায় আক্রান্ত হয়েছে। ওই কর্মীর মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীগুলোর শুশ্রূষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।