নিউজিল্যান্ডে নতুন করে করোনার সংক্রমণ

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডে নতুন করে করোনা শনাক্তের পর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেই করোনার গোষ্ঠী সংক্রমণবিহীন ১০০ দিন পার করেছিল নিউজিল্যান্ড। এর আগে করোনা মোকাবিলায় দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বজুড়ে প্রশংসাও কুড়িয়েছে দেশটি। তবে, নতুন করে সেখানে আবারো ঘটেছে করোনার সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় নিউজিল্যান্ডে ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে নিউজিল্যান্ডে যখন একই পরিবারের চার সদস্যের করোনা শনাক্ত করা হয়, তখন তা পুরো দেশকেই আতঙ্কের মধ্যে ফেলে দেয়। নতুন শনাক্তদের মধ্যে ১৩ জনই ওই পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া অপর এক ব্যক্তি অন্যদেশ থেকে ফেরার পর নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে রয়েছি, এর ভয়াবহতা টের পাওয়া যাচ্ছে। এটি জরুরিভিত্তিতে পদ্ধতিগতভাবে প্রতিরোধ করা হবে।’

কর্তৃপক্ষ বলছে, করোনা শনাক্ত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হবে।

এদিকে, কোন উৎস থেকে নতুন এই সংক্রমণের ঘটনা ঘটল, তা খুঁজে পেতে কাজ করছে দেশটির স্বাস্থ্যকর্মীরা।

এরই মধ্যে, নিউজিল্যান্ডে নতুন করে বিধিনিষেধ জারি করা হচ্ছে। গতকাল বুধবার অকল্যান্ড শহরে তিনদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, নতুন এই সংক্রমণের আগে গত ১ মে নিউজিল্যান্ডে নভেল করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণের সর্বশেষ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। এরপর গত রোববার (৯ আগস্ট) করোনার গোষ্ঠী সংক্রমণবিহীন ১০০ দিন পার করে দেশটি। এটিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন জেসিন্ডা আরডার্নসহ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই সময় অবশ্য জেসিন্ডা আরডার্ন সতর্ক করে বলেছিলেন, ‘বিশ্বে চলমান মহামারির মধ্যে কোনোভাবেই ঝুঁকি কমে যাচ্ছে না। আমাদের সজাগ থাকতে হবে।’

এ ছাড়া নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ডও বলেছিলেন, ‘এ ব্যাপারে আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি, ভাইরাসটি নিয়ন্ত্রণে আসার পরও পুনরায় কীভাবে সেটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন।’