নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের মতো করোনা শূন্য

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়া ছাড়াই টানা দ্বিতীয় দিন পার করল ইউরোপের দেশ নিউজিল্যান্ড।

সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় নিউজিল্যান্ডে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তারপর দেশটির আরো ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি, খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেন, ‘পরপর দুদিন কোনো রোগী শনাক্ত না হওয়াটা নিউজিল্যান্ডের অব্যাহত প্রচেষ্টার প্রমাণ। আমরা সবাই নিঃসন্দেহে গর্ব করতে পারি।’ তিনি বলেন, ‘তবে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে সুবিধার জন্য আমরা এতটা কঠোর লড়াই করছি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এ জন্য আমাদের আরো কিছু দিন কষ্ট করতে হবে।’

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাসচিব অ্যাসলে ব্লুমফিল্ট বলেন, ‘হিসাবটা সত্যিই আশা দেখাচ্ছে। আসল পরিস্থিতি বোঝা যাবে এই সপ্তাহের শেষের দিকে। ভাইরাস থেকে নিরাময়ের পর আমরা আবারো পরীক্ষা করে দেখব যে, তাদের পরিস্থিতি ঠিক কেমন থাকছে।’

৬ মার্চের পর থেকে দেশটিতে এদিনই প্রথম শূন্যের ঘরে নেমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

সরকার লকডাউন কড়াকড়ি করায় এবং দেশের মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় এ সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।