নিজেকে আফগানিস্তানের ‘তত্ত্বাবধায়ক’ সরকারের প্রেসিডেন্ট দাবি করলেন আমরুল্লাহ

Looks like you've blocked notifications!
আমরুল্লাহ সালেহ। ছবি : রয়টার্স

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের ‘তত্ত্বাবধায়ক’ সরকারের প্রেসিডেন্ট দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

আমরুল্লাহ সালেহ এক টুইটে বলেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু বা অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। আমি বর্তমানে দেশেই আছি এবং আইন অনুযায়ী, আমি প্রেসিডেন্ট। আন্তর্জাতিক পরিমণ্ডলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আমি তাঁদের সমর্থন নেওয়ার চেষ্টা করছি।’

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমরুল্লাহ আরেকটি টুইটে  জানান, তিনি উদ্যম হারাননি। ওই টুইটে তিনি তালেবানকে প্রতিরোধের আহ্বান জানান। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই তিনি তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না।

অন্যদিকে, গত রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে জানা যায়—প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়েছেন।