নিজেকে করোনায় আক্রান্ত দাবি করেই পুলিশের মুখে থুতু, যুবকের কারাদণ্ড
যুক্তরাজ্যের লন্ডনের ক্রয়ডন শহরের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত করণ সিংহ (২৩)। গত ১৪ মার্চ নিষিদ্ধ মাদকদ্রব্য রাখাসহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নানা বাগ্বিতণ্ডার পর জিজ্ঞাসাবাদ করা হলে করণ সিংহ নিজেকে কোভিড-১৯ রোগী দাবি করে পুলিশ সদস্যদের মুখে থুতু ছিটান। শেষ পর্যন্ত অশালীন আচরণ ও নিষিদ্ধ মাদকদ্রব্য রাখাসহ একাধিক অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আট মাসের কারাদণ্ডাদেশ দেন দক্ষিণ লন্ডনের একটি আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ বুধবার এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্রয়ডনে একটি গাড়িতে করণকে বসে থাকতে দেখেন এক পুলিশ কর্মকর্তা। তিনি গাড়ির কাছে গিয়ে করণের কাছ থেকে লাইসেন্স দেখতে চান। লাইসেন্স বাতিল হওয়ার বিষয়টি লুকিয়ে করণ জানান, তাঁর লাইসেন্স আছে। এরপরই গাড়ির ভেতর থেকে গাঁজার গন্ধ পান ওই পুলিশ কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করলে করণ স্বীকার করেন, তিনি গাঁজা খাচ্ছিলেন। এরপর মাদকদ্রব্য রাখার অপরাধে করণকে গ্রেপ্তার করে পুলিশ।
দক্ষিণ লন্ডনের এক থানায় নিয়ে যাওয়া হলে জিজ্ঞাসাবাদের সময় কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন করণ। ওই সময় এক পুলিশ সদস্যের মুখে থুতু ছিটিয়ে করণ দাবি করেন, তিনি করোনা পজিটিভ।
এরপর লকআপের মধ্যে তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সময়ও প্রশ্নকারী পুলিশ কর্মকর্তার মুখে থুতু দিয়ে করণ আবারও দাবি করেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এরপর অশালীন আচরণ ও নিষিদ্ধ মাদকদ্রব্য রাখাসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় করণকে আট মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।