নিজের মনিবকে কামড়ে মারল কুকুর
যুক্তরাষ্ট্রে এক নারী পোষা কুকুরের আক্রমণে প্রাণ হারিয়েছেন। ওই নারীর বাড়িতেই তার মরদেহ পাওয়া গেছে। তার পোষা কুকুর ফ্রেঞ্চ বুলডগের হানায় মারা যান তিনি।
৫২ বছর বয়সী লিসা উরসো নামের ওই নারী দেশটির ইলিনয়ের উত্তর অংশে অবস্থিত ইংলসাইড বাড়িতে থাকতেন। সেখানেই পাওয়া যায় কুকুরে কামড়ানো তার মরদেহ, খবর নাইন নিউজ।
পুলিশ জানিয়েছে, শনিবার ওই নারীর সহকর্মীদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পুলিশে খবর দিলে তার তার বাড়ির পেছনের বারন্দায় গিয়ে মরদেহের খোঁজ পাওয়া যায়। ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে যে, তার পোষা ফ্রেঞ্চ বুলডগ তার ওপর হামলা করলে আহত অবস্থায় মারা যান তিনি।
ওই নারীর ময়নাতদন্তকারী ডা. হাওয়ার্ড কুপার বলেছেন, ‘আপনি ভাবতেই পারবেন না এমন একটি ছোট কুকুর এই কাজ করতে পারে। তবে আমরা ভুলে যাই এই প্রাণীগুলো শক্তিশালী হতে পারে। আমার বলতে ভালো লাগছে না যে, কুকুরের এই আক্রমণটি ছিল জঘন্য।’
এই ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। ফক্স লেকের পুলিশ প্রধান জিমি লি জানিয়েছেন, বাড়ির মধ্যে কোনো কিছুর সঙ্গে লড়াই করার লক্ষণ রয়েছে। কমপক্ষে অন্য আরো একটি কুকুরের রক্ত পাওয়া গেছে। তার অন্যান্য পোষা প্রাণীও এই ঘটনায় জড়িত কি-না তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।