নির্বাচনে কনজারভেটিভ পার্টির জয়ের পর লন্ডনে সংঘর্ষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নির্বাচনে জয়ী হওয়ার পর গতকাল শুক্রবার সেন্ট্রাল লন্ডনজুড়ে বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার বিক্ষোভকারী ‘টোরি শাসন অস্বীকার’ করে সেন্ট্রাল লন্ডনের ডাউনিং সড়কে নামলে সেখানে সংঘর্ষ শুরু হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোয়াইট হলের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংবাদ সংস্থা সিনহুয়া ও ইউএনবি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাকবিতণ্ডা করতে দেখা যায়।
একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে ব্রেক্সিট সমর্থক ও টোরি বিরোধীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এই বিক্ষোভকে বিশৃঙ্খল বলে বর্ণনা করেছে প্রত্যক্ষদর্শীরা।
প্ল্যাকার্ড নিয়ে বরিস জনসন, বর্ণবাদ ও টোরি শাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় একটি বাস ভাঙচুরও করে তারা।
কনজারভেটিভ পার্টির নেতা জনসন আবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।