নির্বাচনে হেরে গেলে হয়তো আমাকে দেশ ছাড়তে হবে : ট্রাম্পের ব্যঙ্গোক্তি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যঙ্গ করে বলেছেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে হয়তো তাঁকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে খবর জানিয়েছে।
ট্রাম্প গত শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যে তাঁর নির্বাচনী জনসভায় ঠাট্টা করে বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর মোকাবিলায় আমি তীব্র চাপের মুখে রয়েছি এবং এই নির্বাচনে আমি যদি হেরে যাই তাহলে বলতে হবে, আমি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেছি।’
এরপর ট্রাম্প ঠাট্টাচ্ছলে আরো বলেন, ‘হেরে গেলে আমার মধ্যে খুব বাজে অনুভূতি তৈরি হবে; তখন হয়তো আমাকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।’
ট্রাম্প এমন সময় এ বক্তব্য দিলেন যখন তাঁর তিনজন জ্যেষ্ঠ উপদেষ্টা গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারদলের প্রধান বিল স্টিপিয়েনকে জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কম এবং তিনি যেন নিজেকে পরাজয় মেনে নেওয়ার করার জন্য মানসিকভাবে প্রস্তুত করেন। সংবাদ সংস্থা পার্স টুডে এ খবর জানিয়েছে।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, আগামী মাসের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শতকরা ৫৪ ভাগ ভোট পেতে যাচ্ছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের বেশির ভাগ ট্রাম্পকে ‘অযোগ্য’ এবং বাইডেনকে ‘সৎ’ প্রার্থী বলে উল্লেখ করেছেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে এরই মধ্যে প্রায় দুই কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন।