নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির বিচার ফের শুরু

Looks like you've blocked notifications!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার বিচার কাজ ফের শুরু হয়েছে।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, টানা দুই মাস বিরতির পর আজ রোববার জেরুজালেম ডিস্ট্রিক্ট আদালত মামলাটির বিচার কাজ ফের শুরু করেন।

প্রণোদনার দাবিতে দেশটিতে করোনাভাইরাসের প্রদুর্ভাবে বেকার হয়ে যাওয়া লোকজনের আন্দোলনের মধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিচার কাজ শুরু হয়।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এ বছরের মে মাসে মামলাটি দায়ের করা হয়।

নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক কভারেজ দিতে একটি গণমাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ লোপাটেরও অভিযোগ রয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।