নোবেল বিজয়ী অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি চিকিৎসকের পরামর্শে তাঁর শান্তিনিকেতনের বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ ও আনন্দবাজার তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জিনিউজের প্রতিবেদন বলছে, অমর্ত্য সেন গত ১ জুলাই তাঁর শান্তিনিকেতনের বাড়িতে আসেন। কয়েকদিন পর তাঁর শারীরিক অবস্থা খারাপ বলে জানা যায়। এরপর চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা শুরু করেন। পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।

একটি সূত্রে জানা যায়, এই অর্থনীতিবিদ শান্তিনিকেতন থেকে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এমনকি, ১০ জুলাই লন্ডনে যাওয়ারও কথাও ছিল। কিন্তু, করোনায় আক্রান্ত হওয়ায় সব শিডিউল স্থগিত করা হয়েছে।
অমর্ত্য সেনের পারিবারিক সূত্র বলছে, তিনি এখন শান্তিনিকেতনের বাড়িতে আছেন। সেখানে ডাক্তারের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। যদিও আরটি-পিসিআর টেস্ট এখনো করানো হয়নি।