নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তিতে মধ্যস্থতা করায় ২০২১ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করা হয়েছে। নরওয়ের পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে এ মনোনয়ন দেন বলে ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে আমিরাত। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন টাইব্রিং।
নরওয়ের যেকোনো পার্লামেন্ট সদস্য, সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য যে কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন। তবে ট্রাম্পের এ মনোনয়ন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।
টাইব্রিং ২০১৬ সালেও পার্লামেন্ট সদস্য থাকার সময় ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র নির্মাতা বলে পরিচিত আয়ান হিরসি আলিকেও শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আলি নোবেল পুরস্কার পাননি।
গত কয়েক দশকে টাইব্রিংয়ের মতো অনেকেই হুটহাট করে বেশকিছু ব্যক্তিকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে শেষ পর্যন্ত অল্প কয়েকজনকেই সংক্ষিপ্ত তালিকায় দেখা গেছে।
টাইব্রিং-জিজেডের দাবি, ‘ট্রাম্প পৃথিবীর অনেক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। এ জন্য এ শান্তি পুরস্কারটির জন্য তাঁকেই বিবেচনা করা উচিত।’